বরেণ্য সাংবাদিক,গবেষক, ভাষা সৈনিক মুহম্মদ মুসা বেঁচে নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বরেণ্য সাংবাদিক , ব্রাহ্মণবাড়িয়া গবেষক, ভাষা সৈনিক সর্বজন শ্রদ্ধেয় মুহম্মদ মুসা (মুসা স্যার) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭ সেপ্টেম্বর ভোর ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইলস্থ নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি একমাত্র মেয়ে, স্ত্রী, আত্মীয়-স্বজন ও সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা সাহিত্য সংস্কৃতি সাংবাদিকতায় তিনি ছিলেন কিংবদন্তি ব্যক্তিত্ব। উনার মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। শনিবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
আপনার মন্তব্য লিখুন