বর্তমান প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে — জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলার স্বাধীনতার চেয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এটি বাঙালির বিশাল অর্জন। এই অর্জনকে আমাদের ধরে রাখতে হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার গঠনে সকলে যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি’র আয়োজনে মঙ্গলবার বিকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্কুল/ কলেজের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন পাঠ ও মূল্যায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন আরো বলেন, বর্তমান প্রজন্মকে স্বাধীনতা ও বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক ইতিহাস জানাতে হবে। আর বঙ্গবন্ধুকে জানতে হলে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবশ্যই পড়তে হবে। এর মাধ্যমে বাঙালি জাতির ইতিহাস ও বঙ্গবন্ধুর সম্পর্কে শিশুরা বিস্তারিত জানতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজিব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার ভট্টাচার্য্য, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল আলম বাবু ও আলিয়া জাহান তৃপ্তি।
আপনার মন্তব্য লিখুন