বাল্যবিয়ে বন্ধ করলেন সদর ইউএনও
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১০ পূর্বাহ্ণ , ৯ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী কাজল আক্তার কুসুম। বৃহস্পতিবার বিকেলে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পশ্চিম মেড্ডার মিন্দালী পাড়ায় কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কাজল আক্তার কুসুম পৌর এলাকার পশ্চিম মেড্ডার (মিন্দালীপাড়া) গ্রামের মো. মোক্তার হোসেনের মেয়ে এবং স্থানীয় গভঃ মডেল গার্লস হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সদরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, কুসুমের সঙ্গে ভাদুঘর গ্রামের মো. ফুলন মিয়ার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বিয়ে হওয়ার কথাছিলো। বুধবার বিকালে স্টুডেন্ট কেবিনেট সদস্যরা অভিযোগ করেন তাদের সহপাঠীর বাল্যবিয়ে বন্ধ করার জন্য। এই অভিযোগের ভিওিতে বর যাওয়ার আগেই উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। মেয়ের বিয়ের আয়োজন করায় কনের মা হারিজা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা এবং মেয়ে প্রাপ্ত বয়ষ্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।
আপনার মন্তব্য লিখুন