নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      রবিবার ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে হামলায় নির্মাণ শ্রমিক নিহত 

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ৬ জুন ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

বিজয়নগরে হামলায় নির্মাণ শ্রমিক নিহত
নিয়ামুল আকঞ্জি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  হামলায় আতিক মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া গ্রামের উত্তর পাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত রোববার বিকেলে নলঘরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান হয় এ সময় নলঘরিয়ার ওসমান খাঁ’র ছেলে  রমজান খাঁকে নিষিদ্ধ নেশাজাতীয় স্কপ সিরাপসহ  গ্রেফতার হয়।এর পেছনে আতিক জড়িত রয়েছে বলে রমজানের পরিবারের লোকজন সন্দেহ করে। এরই জের ধরে ওইদিনই  ১৫-২০ জন আতিক ও তার স্বজনদের উপর হামলা করে। এ সময় আতিক, নাজমা বেগম, আওলাদ, জুসনা বেগম ও আশরাফুল আহত হয়। পরে আহতদের আখাউড়া স্বাস্থ্যকমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর অবস্থায় আতিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আজ (০৬ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রমজানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন
অনুবাদ করুন »