নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিভিন্ন কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ , ১৯ মে ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে

হাবিবুল হক রাজ্জি: বাংলা টিভির সপ্তমবর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্নকর্মসূচী পালন করা হয়েছে। প্রথমে আনন্দ শুভাযাত্রা দিয়ে শুরু করে পর্যায়ক্রমে আলোচনাসভা, কেককাটা ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম সফিকউল্লাহ। সভার শুরুতে বাংলা টিভির উপদেষ্টা বিশিস্ট লেখক আবদুল গাফফার চৌধুরী, এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সভাপতি রিয়াজউদ্দিন জামিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলা টিভির দর্শক ফোরামের সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য, ক্যাবল অপারেটর বি সেট ভিশনের পরিচালক সেলিম খন্দকার, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, প্রবাসী সাংবাদিক বাবু সাহা। আবরণী আবৃত্তি কেন্দ্রের হাবিবুর রহমান পারভেজ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাটিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল আমিন শাহীন। এসময় বক্তারা বাংলা টিভির সম্প্রচারের ভূয়সী প্রশংসা করে ও বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পণে অভিনন্দন জানান। আলোচনা সভার পর আবরনী আবৃত্তি চর্চা কেন্দ্র ও নতুন মাত্রার শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »