বাংলা ভাষা—ইমরানুল ইসলাম
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ , ৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
বাংলা আমার মায়ের ভাষা
বলতে ভালো লাগে।
মা,মাতৃভূমির প্রতি শ্রদ্ধা
বাংলা বলি আগে।
বাংলা মায়ের ভাষার জন্য
সালাম দিল রক্ত।
রফিক, শফিক, শফিউর,আউয়ালের
বাংলায় কোটি ভক্ত।
“মা” বলে ডাক দিতেই
প্রাণ হয় আত্মহারা।
এ ভাষাতে খুঁজে পাই মাকে
হাজারো অনাথ, সর্বহারা।
কৃষক, মজুর,তাতী,জেলের
মধুর বাংলা ভাষা।
নির্যাতিত,নিপীড়িত, দুঃখিনী মায়ের
শত বাংলা আশা।
আমি বাঙালি, ভাষা বাংলা
গর্বিত বাংলার জন্য।
সর্বত্র বাংলার বিস্তার ঘটলেই
শহীদদের রক্ত ধন্য।
আপনার মন্তব্য লিখুন