বিয়ের পিঁড়িতে অবশেষে সোনাক্ষী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ২১ জুলাই ২০১৯, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিয়ের জন্য সুশীল পাত্র খুঁজছেন। তার মতে, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।মেয়ের বিয়ের জন্য ঘুম হারাম সোনাক্ষীর বাবা ও মায়ের।এমন খবর এখন ঘুরে বেড়াচ্ছে বলিপাড়ায়।এ বিষয়ে সোনাক্ষী নিজেই জানিয়েছেন, সুশীল পাত্রের সঙ্গে নাকি প্রেম করতে বলেছেন তার মা-বাবা। বলিউডের এই অভিনেত্রী জানিয়েছেন, বলিউডে এমন পাত্রের দেখা পাওয়া নাকি খুবই দুষ্কর।সম্প্রতি এক অনুষ্ঠানে জানতে চাওয়া হয়েছিল ইন্ডাস্ট্রির কারো সঙ্গে প্রেমের সম্পর্ক আছে কি না। এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানিয়েছেন, মা-বাবা চান যাতে কোনও সুশীল পাত্রের সঙ্গে প্রেম করি। কিন্তু বলিউডে এমন পাত্র কে আছে বলুন।ওই অনুষ্ঠানে সোনাক্ষী আরো জানান, বয়ফ্রেন্ড যদি কোনও দিন বিশ্বাসঘাতকতা করেন, তাহলে পরের দিন দেখার জন্যে তিনি আর বেঁচে থাকবেন না।সোনাক্ষীর পরবর্তী ছবি ‘খানদানি শাফাখানা’ মুক্তি পাবে ২ আগস্ট।
আপনার মন্তব্য লিখুন