বৃহস্পতিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেসাতদফা দাবি আদায়ের লক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে করে ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে চলাচলকারী বৃহত্তর কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহসহ ৬০ রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ থাকবে।
ধর্মঘট সফল করার লক্ষে বুধবার (২৪ জুলাই) বিকেলে বাস-মালিক সমিতি কার্যালয়ের সামনে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন জমসেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জীবন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলার মহাসড়কগুলোতে সরকার কর্তৃক নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশা, ফোর স্ট্রোক থ্রি হইলার, ইজিবাইক, ট্রাক্টর চলাচল বন্ধ ও সড়কের পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদসহ যে ৭ দফা দাবি করা হয়েছে তা না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন বক্তারা।
অনুষ্ঠানে বাস-মিনিবাস, ট্রাক মালিক সমিতির নেতারাসহ পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন