ব্রাহ্মণবাড়িয়ার সাত কর্মকর্তা-কর্মচারিকে শুদ্ধাচার পুরস্কার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , ২৬ জুন ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
প্রতিনিধি: শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের অধীনস্থ সাত কর্মকর্তা-কর্মচারি। ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য তাঁরা এ পুরস্কারে ভূষিত হন। সরকারের ঘোষণা অনুযাযি শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন, বিজয়নগর উপজেলা কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার (এলএ ও গোপনীয় শাখা) এহসানুল হক শিপন, প্রশাসনিক কর্মকর্তা খুকুমনি দেবী ও অফিস সহকারি ওমর ফারুক, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটোকপি মেশিন অপারেটর মো. হোসেন, সদর উপজেলার সেন্দ ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহশিলদার) আব্দুর রহমান। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাদের নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আ. কুদদূস প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন