ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিবেদক : ব্রাক্ষণবাড়িয়া ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক আল মামুন সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া প্রতিযোগী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৭৪টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন