ব্রাহ্মণবাড়িয়ায় আবারও গরমে রেললাইন বাঁকা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
অতিরিক্ত গরমে আবারো ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন বাঁকা হয়ে গেছে। শনিবার
বেলা সকাল সাড়ে ১০টার দিকে দাড়িয়াপুর এলাকায় রেল লাইনটি ফের বাঁকা হওয়ার
খবর পায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার। পরে ওই আপ লাইনে ট্রেন
চলাচল বন্ধ রাখা হয়। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হচ্ছে।
সংশ্লিষ্টরা মেরামত কাজ করতে সেখানে আছেন।
এর আগে বৃহস্পতিবার একই স্থানের রেল লাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের
সাতটি বগি লাইনচ্যুত হয়। প্রায় ২৭ ঘন্টার চেষ্টায় শুক্রবার বিকেল সাড়ে
৪টায় লাইনচ্যুত হওয়া বগি গুলো উদ্ধার করে মেরামতের পর ঢাকাগামী লাইনটি
দিয়ে ট্রেন চলাচল করে। এর মধ্যে শুক্রবার সকালেও রেললাইন বাঁকা হয়।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম
জানান, লাইনচ্যুত বগি গুলো উদ্ধারের পর শুক্রবার বিকেল থেকে ঢাকাগামী
লাইন দিয়ে ট্রেন চলাচল করানো হয়। শনিবার সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে
উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকায় যায়। এর কিছুক্ষণ পরই খবর পাওয়া যায়
একইস্থানে আবার রেললাইন বাাকা হয়ে গেছে।
আপনার মন্তব্য লিখুন