ব্রাহ্মণবাড়িয়ায় আড়াইশ পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে‘সেবাই ব্রত, করিব বিকশিত’-এ স্লোগানকে সামনে রেখে করোনার প্রভাবে বেকার হয়ে পড়া আড়াইশ পরিবারের মধ্যে ২০ কেজি চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে শহরের পাইকপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মধ্যে এ খাবারসামগ্রী বিতরণ করা হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বি এম এর সাধারণ সম্পাদক ও বিশিষ্ট চিকিৎসক ডা. মো. আবু সাঈদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল বিভূতি ভুষণ দেবনাথ, ব্যবসায়ী সেলিম মিয়া, মো. মফিজ উদ্দিন, বুলবুল মিয়াসহ অত্র ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। পর্যায়ক্রমে আরো দেড়শ অসহায় পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন