ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২শ ছাড়ালো
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ , ৪ জুন ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : আজ ৪ জুন বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২৪৪ টি করোনার রিপোর্ট এসেছে। এর মধ্যে করেনা আক্রান্ত রোগীর সংখ্যা -৩৪ জন। পূর্বের ১৭২ জন ও ৪ জুন বৃহস্পতিবার ৩৪ জন সহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০৬ জন।
আজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৪ জন – কাজীপাড়া টি এ রোড ১ জন, পাইকপাড়া ১ জন, পুলিশ লাইনের পাশে ১ জন, কান্দিপাড়া ১ জন, শিমরাইলকান্দি ১ জন, মধ্যমেড্ডা ৩ জন, কাজীপাড়া ১ জন, পূর্ব মেড্ডা ১ জন, পীড়বাড়ি ৩ জন, ভাদুঘর ১ জন, পাওয়ার হাউজ রোড ১ জন, সড়ক বাজার পদ্মা ব্যাংকের ১ জন, উলচাপাড়া ১ জন, জেলা জামে মসজিদ রোড ১ জন, মধ্যপাড়া ১ জন ও সদর উপজেলার ১ জন রোগী করোনা সনাক্তের পূর্বেই মারা গিয়েছেন।
নবীনগর উপজেলার টিলিকিয়া ১ জন,আল আরাফা ব্যাংকের ১ জন।
নাসিরনগর উপজেলার নাসিরনগর থানার ২ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন।
কসবা উপজেলার জাংগীরপাড় গুরুহিট ১ জন,চারনাল ১ জন।
আখাউড়া উপজেলার নারায়ণপুর ১ জন,রাজাপুর ১ জন আক্রান্ত হয়েছেন বলে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য লিখুন