ব্রাহ্মণবাড়িয়ায় গত ৫ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১২
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ৫ জুন ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেসায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জুন শুক্রবার আরো ৩৭ জন করোনায় আক্রান্ত হয়। গত ৫ দিনে জেলায় ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার ঢাকা থেকে আসা ১৮৮ টি রিপোর্টে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এনিয়ে জেলা করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪৩ জনে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ বলেন, ৫ জুন শুক্রবার নবীনগর উপজেলায় ১৯ জন, সদর উপজেলায় ৫ জন, কসবায় ৭, সরাইলে ৩ জন, বিজয়নগরে ১, নাসিরনগরে ১ ও আশুগঞ্জে ১ জন। আক্রান্তদের আইসোলেশনে রাখার প্রক্রিয়া চলছে। এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৩ জন। আক্রান্তদের মধ্যে ৭২জন সুস্থ হয়েছেন, মারা গেছেন তিনজন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ১৩১জন আছেন।
আপনার মন্তব্য লিখুন