ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ম না মেনে যাত্রী পরিবহন করায় ১০ জনকে জরিমানা
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ , ২ জুন ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : নিয়ম না মেনে যাত্রী পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পৌর এলাকার কাউতলী ও সদর উপজেলার
বিশ্বরোড মোড়ে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া
ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামানের ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করেন। এ সময় ১০ জনকে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা
হয়।
সদর উপজেলার ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, বেশিরভাগ মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় নিয়ম না মেনে যাত্রী পরিবহন করায় দুপুরে অভিযান চালিয়ে ১০ জনকে জরিমানা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন