ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিবেদক : রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।বুধবার (৭ আগস্ট) দুপুর ১টায় জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মোশারফ মিয়ার বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তিনি প্রাণ হারান।নিহত মানিক শহরের মধ্যমেড্ডা (বনানীপাড়া) এলাকার ইউনুছ মিয়ার ছেলে। সে পেশায় রং মিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পূর্ব মেড্ডা এলাকায় মোশারফ মিয়ার বাড়িতে সাইড দেয়ালের রঙের কাজ করার সময় টিনের চালে পড়ে যায়, টিনের নিচে থাকা তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মানিক মিয়া। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান- খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন