ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে ডুবে দুই বোনের মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দাদার বাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো সামিয়া ও ইলমা। মঙ্গলবার বিকেলে উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামের মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুইজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বলেন, সামিয়া ও ইলমা ঈদ করতে ডোমড়াকান্দি গ্রামের তাদের দাদা বাড়িতে এসেছিল। মঙ্গলবার দুপুরে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে তারা। কিন্তু সাঁতার না জানার কারণে সামিয়া ও ইলমা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন ঘণ্টা দেড়েক খোঁজাখুঁজির পর নদীতে মরদেহগুলোর সন্ধান পায়। এরপর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।বাঞ্ছারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন চৌধুরী জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য লিখুন