ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর উপহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ , ২৬ জুন ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ১৪ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এসব চেক সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির হোসেন। সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাইফুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, ‘সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের কল্যাণে গঠন করা হয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওই ট্রাস্টের মাধ্যমে করোনা কালীন সময়ে সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে সরকার। এছাড়াও অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্যে পাশে দাঁড়াচ্ছে সরকার।’
আপনার মন্তব্য লিখুন