ব্রাহ্মণবাড়িয়ায় ‘৩৩৩’ এর প্রচারণায় সংবাদ সম্মেলন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ , ১৭ মে ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া মাঠ পর্যায়ে কলসেন্টার জাতীয় তথ্য বাতায়ন ‘৩৩৩’ এর প্রচারণার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে রোববার দুপুরে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মাঠ পর্যায়ে কলসেন্টার ৩৩৩ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেণ জেলা প্রশাসক হায়াৎ-উদ-দৌলা খান।ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জর্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা মাঠ পর্যায়ে কলসেন্টার জাতীয় তথ্য বাতায়ন ৩৩৩ এর প্রচারণার জন্য এর বিভিন্ন উপকারী দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি করোনাভাইরাসের কারনে কর্মহীন ও অসহায় যারা চক্ষু লজ্জার কারণে করো কাছে সাহায্য চাইতে পারেন না তাদেরও এই কলসেন্টারের মাধ্যমে সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও ইভটিজিং, বাল্যবিবাহ রোধসহ নানান অপরাধ কমাতে এই কলসেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান বক্তারা।
আপনার মন্তব্য লিখুন