ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯ ডেঙ্গু আক্রান্ত রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ , ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত ৯৯ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার নতুন করে আরো ২০ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৭ জনকে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট হাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিরা রাজাধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিেেচ্ছন। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম জানান, আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধপত্র ও মশারি সরবরাহ করা হচ্ছে। আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।
আপনার মন্তব্য লিখুন