ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি লিটন ও সেক্রেটারি মামুন নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ , ৩১ জানুয়ারি ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
প্রকিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম লিটন সভাপতি ও বিএনপি সমর্থিত এ কে এম কামরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়েছে। আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত দুইটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা অংশগ্রহন করেন।মোট ১১পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে সম্পাদক লাইব্রেরী পদে মোহাম্মদ জাকির হোসেন সিদ্দিকী, সম্পাদক কল্যাণ ও সংস্কৃতি পদে মোঃ শাহপরান ও অডিটর পদে মোঃ আশরাফুল ইসলাম খান (চমন) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বাকী ৮টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।ভোট গ্রহণ শেষে গণনার পর রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট সঞ্জিত দেবনাথ।যারা নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদের এ্যাড. মোঃ শফিউল আলম লিটন ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এ কে এম আব্দুল করিম পেয়েছেন ১৯৬ ভোট।সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম আহমেদ ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদের এ্যাড. ছৈয়দ মোঃ খালেদ আশিষ পেয়েছেন ১৯২ ভোট।সাধারণ সম্পাদক পদে ২৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদের এ্যাড. মোঃ মফিজুর বাবুল পেয়েছেন ২৪২ ভোট।সম্পাদক প্রশাসন পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদের মোঃ শহিদুল ইসলাম ভূইয়া ২৭১পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী মোঃ আরিফুল হক মাসুদ পেয়েছেন ২২৭ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী কাজী এখলাছুর পেয়েছেন ৩১ ভোট।সদস্য পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত পরিষদের মোঃ ইমরান হোসেন ৩১৬ ভোট, মোঃ আব্দুল জব্বার মামুন ২৫২ ভোট, মোঃ আবু ইউসুফ ২৮৯ভোট ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত, ২০ দলীয় ঐক্য জোট, জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী সাদ্দাম হোসেন খান মিশুক ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
আপনার মন্তব্য লিখুন