ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগরে এরশাদের চেহলাম ও শোক সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , ৩১ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিধি:সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ স্মরণে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি ও নবীনগর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে চেহলাম ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদ।
স্থানীয় জাতীয় পার্টি সূত্রে জানা যায় শনিবার সকালে জেলার নবীনগর উপজেলা জাতীয় পার্টি উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে চেহলাম ও শোক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদ। নবীনগর উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক এ.টি.এম আবদুল্লাহ মাষ্টারের সভাপতি বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা ও উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব মুসলেহ উদ্দিন মৃধা প্রমুখ।
এদিকে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা পুনশ্চ কমিনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টি উদ্যোগে চেহলাম ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. জিয়াউল হক মৃধার সভাপতিত্বে অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান ভাসানী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ জামাল রানাসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীনগর উপজেলা ও জেলা জাতীয় পার্টি পার্টি উদ্যোগে চেহলাম ও শোক সভায় প্রধান অতিথি বক্তবে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য কাজী মো. মামুনূর রশিদ বলেন আজ জীবিত এরশাদ চেয়ে মৃত্যু এরশাদ জাতীয় পার্টি নেতাকর্মীদের কাছে অনেক শক্তিশালি। এসময় তিনি আরও বলেন জাতীয় পার্টি এখন নেতাকর্মীরা আগের চেয়ে অনেক ঐক্যবদ্ধ ও সুসংগঠিত।
পরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও তবারুক বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন