ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস (বেশ) এর কার্যনির্বাহী কমিটি গঠন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:৫৭ পূর্বাহ্ণ , ১৪ মে ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
বদরুজ্জামান আলাল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাক্তন স্কাউটদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া প্রাক্তন স্কাউটস (বেশ) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৬ মে ঢাকায় লেঃ জেনারেল সাজ্জাদুল হক (অবঃ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে যারা আছেন তারা হচ্ছেন প্রধান পৃষ্ঠপোষক-লেঃ জেনারেল সাজ্জাদুল হক (অবঃ), প্রধান উপদেষ্টা-এ কে এম রেজাউল হক, উপদেষ্টারা হলেন-অধ্যাপক এম এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, কাজী নাজমুল হক নাজু, অরুণাভ চক্রবর্তী, মনজুরুল আলম, সভাপতি – মোঃ মুজিবুর রহমান,সহ-সভাপতিরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন-উর-রশীদ, সামসুর রহমান খান,ডাঃ মোঃ আবু সাঈদ, ডাঃ এ এস এম মুসা খান, মোঃ শরীফ কামাল, কমিশনার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউট শাহিদুল ইসলাম, সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা স্কাউটস নিয়াজ মোঃ কাজল, সাধারণ সম্পাদক- মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন-খসরুজ্জামান শিকদার (বাপ্পী), মোঃ জাহিদুল হক, সৈয়দ রোজিনা বারী,সাংগঠনিক সম্পাদক (ঢাকা)- ডঃ মোঃ তৌফিকুল ইসলাম মিথিল,সাংগঠনিক সম্পাদক (ব্রাহ্মণবাড়িয়া)- আল-আমীন শাহীন,কোষাধ্যক্ষ -জাবিদুল ইসলাম,সম্পাদক (আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক)-তানিম শাহেদ রিপন,সম্পাদক (গার্লস গাইড)- মিসেস শাহীনূর অজিজ,সম্পাদক (তথ্যও প্রচার)-আবুল হাসনাত,সহ-সম্পাদক (গার্লস গাইড) ইসরাত বারী তৃণা ,সহ-সম্পাদক (তথ্য ও প্রচার)- মোঃ বদরুজ্জামান আলাল,সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু কাউসার,কার্যকরী সদস্যরা হলেন মাহমুদুল হক ভূঞা, ডাঃ মশিউর রহমান বাবু, মোঃ রফিকুল ইসলাম, এমদাদুল হাসান, মোঃ হাসিবুর রহমান, শুভ্রা দেবী, অভি আব্দুল্লাহ আল নোমান, মোবাশ্বের আলী খাদেম, মাহবুবুর রহমান বুলেট ।
আপনার মন্তব্য লিখুন