ভাদুঘরে কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন পৌর মেয়র নায়ার কবির
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , ১০ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘরে পৌরসভার নিজস্ব ভূমিতে কোরবানীর পশুর হাট শুরু হয়েছে। গতকাল শুক্রবার কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় তিনি পশুর হাটে আগ্রত ক্রেতা- বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন। মেয়র পানিয় জল, শৌচাগার, গরু রাখার ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় বিষয়গুলোর সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখেন। তিনি বলেন, গবাদী পশুর হাটটিকে পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য সম্মত পরিবেশ থাকলেই ক্রেতা ও বিক্রেতা এখানে এসে তাদের পশু ক্রয় বিক্রয় করতে পারবে। বাজারে আগত পশু ব্যবসায়ী ও ক্রেতা সহ সকলের সার্বিক নিরাপত্তা বিধান, কোন ধরনের চাঁদাবাজি বা হয়রানী পরিলক্ষিত হলে তা কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত সকলের প্রতি আহবান জানান। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুরাদ খান, মোঃ কাউছার, মুফতি মকবুল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সচিব মোঃ শামসুদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী সুমন দত্ত, পবিত্রভূষণ পাল, মোঃ ইদ্রিস মিয়া অপুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা- কর্মচারীগণ।
আপনার মন্তব্য লিখুন