ভালবাসার কাঙ্গাল-শফিকুল ইসলাম আব্দুল্লাহ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেভিখারির বেসে এসেছি যে
তোমাদের বাড়ির আঙিনায়..
ভালবাসার কাঙ্গাল আমি,
একটু ভালবাসা দিবে কি আমায়?
বেশি কিছু চাই না একটু প্রেম চাই
সুখ না-হয় না-ই বা দিলে..
দুঃখ দিও বন্ধু মনটা পরিস্কার করে
সেটাই প্রেম ভেবে নিব হৃদয়ে তুলে।
তোমার যত আছে দুঃখ মুছে দিব..
আমার সব সুখ গুলো দিয়ে,
তবুও বন্ধু আমি ভালবাসা চাই
কভু দিও না আমায় ফিরিয়ে।
আমি অধম সহজ-সরল মানুষ
করিতে পারো আমায় বিশ্বাস
একটু ভালবাসলেই পাশে পাবে
আমার থাকবে যতক্ষণ নিঃস্বাস।
হিসাবে খুব কাঁচা বুঝি আমি কম
তুমি না-হয় করে নিও হিসাব ষোল-আনা
আমি তো বন্ধু ভালবাসার কাঙ্গাল তাই
ভালবাসার তরে উৎসর্গ আমার জীবন খানা।
আপনার মন্তব্য লিখুন