মনে পড়ে– কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ , ২৭ অক্টোবর ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেচাঁদের সাথে অভিমান পর্ব শেষ হলে
নিজস্ব অন্ধকার ভীষণ অপছন্দ লাগে
গদ্যেলেখা জোসনাগুলো মিশে গেলে নোনাজলে
নিজেকে দেখতে ভীষণ ইচ্ছে করে।
ধোপার কাপড় কাচায় ঘাম শরীর নিয়ে
লিখেছিলাম পরিশ্রমী মানুষের গল্প
ওয়াশিংমেশিন বললো এটা এখন মেয়াদোত্তীর্ণ,
একজন মানুষের খোঁজে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম ।
নদী তার শরীর থেকে ওড়না সরিয়ে বললো
সাহসী হও- মেধাবী সময়ের অভিভাবক
টিউশনির পিরিয়ডটা নেহায়েত মন্দ ছিল না,
যদিও বিরক্তির ঝড় অনিশ্চিত বানের জলের সাথে ঘিরে থাকতো
তবুও ঢের ভালো ছিল
রূপার মুচকি হাসিতে কমে যেতো ক্ষুধার উত্তাপ
হায় করপোরেট
কেড়ে নিলো তারে
কুমারীর ভুল ভাঙাবার চেষ্টায় বিশ্বাস কেড়েছিলাম
বৃষ্টিহীন বৈশাখে
মনে পড়ে
মনে পড়ে
আজো মনে পড়ে।
আপনার মন্তব্য লিখুন