নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      শুক্রবার ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রণালয়ের সিদ্ধান্তে প্যানেল চেয়ারম্যান-১ হলেন রোকেয়া বেগ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ , ২ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

প্রতিনিধি : অবশেষে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। সিদ্ধান্তহীনতায় শেষ হয়েছিল ২ মে’র প্রথম সভা। দীর্ঘ ৩ মাস পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘স্থানীয় সরকার বিভাগ’-এর (উপজেলা-১ শাখা) সিদ্ধান্ত মোতাবেক গত ১ আগষ্ট স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা পরিষদ ও মন্ত্রণালয়ের পত্র সূত্রে জানা যায়, এ বছরের ৩১ মার্চ সরাইল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, ভাইস চেয়ারম্যানদ্বয় রোকেয়া বেগম ও মো. আবু হানিফ মিয়া শপথ গ্রহন করেছেন ২৫ এপ্রিল। প্রথম সভা হয়েছে গত ১৪ মে তারিখে। প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার কথা থাকলেও কোন সিদ্ধান্ত নিতে পারেননি পরিষদ। সকল ইউপি চেয়ারম্যান বসেও এ সিদ্ধান্তের কোন কিনারা করতে পারেনি। সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা যথাযথ আইনি পক্রিয়ায় সিদ্ধান্তের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত ভাবে প্রতিবেদন প্রেরণ করেন। ‘প্যানেল চেয়ারম্যান-১’ ছাড়াই গত ৩ মাস চলেছে উপজেলা পরিষদ। গত ১ আগষ্ট স্থানীয় সরকার বিভাগের (উপজেলা-১ শাখা) উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত স্বারক নং-৪৬.০৪৬.০২৬.০০.০০.২৬০.২০১২.৬২৮ এর পত্র দ্বারা চেয়ারম্যান প্যানেল গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (১৯৯৮ সনের ২৪ নং আইন) এর ধারা ১৫ (১) অনুসারে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়নি। ফলে একই আইনের ধারা ১৫ (৫) অনুসারে সরকার কর্তৃক চেয়ারম্যান প্যানেল গঠন করা হয়। সেখানে প্যানেল চেয়ারম্যান-১ হয়েছের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকেয়া বেগম। প্যানেল চেয়ারম্যান-২ হয়েছেন ভাইস চেয়ারম্যান মো, আবু হানিফ মিয়া।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন
অনুবাদ করুন »