মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে লিফলেট বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ , ১ আগস্ট ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেপ্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও প্রচার প্রচারণা চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ডেঙ্গু সম্পর্কে জনসাধারণকে সচেতন করে লিফলেট বিতরণ করেন জেলা। এ সময় তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এরমধ্যে পূর্ণ চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রচারণকালে জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ডিঙ্গু আক্রান্ত রোগ দের দেখতে জেলা সদর হাসপাতালে যান।
আপনার মন্তব্য লিখুন