যুক্তরাষ্ট্রে সিফাত আনান এর কৃতিত্ব
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ২৩ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
সংবাদদাতা : বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক সিফাত আনান নিউইয়র্কে অবস্থিত ব্রুকলিন টেক স্প্যাশালিস্ট হাই স্কুলে অনন্য কৃতিত্ব অর্জন করায় এর স্বীকৃতিস্বরূপ বোস্টনে অবস্থিত নর্থ ইস্টার্ণ বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষার জন্য বাৎসরিক ১ (এক) লক্ষ ডলার বৃত্তিপ্রাপ্ত হয়েছে। সিফাত আনান যুক্তরাষ্ট্রের নাগরিক মোঃ গিয়াস উদ্দিন ও শিরিন আক্তার এর এক মাত্র সন্তান এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের কৃতি ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রে প্রবাসী যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম সরকার ও মিনারা বেগমের নাতি। তার বড় মামা কবি আনিস মুহম্মদ আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা। ছোট মামা এ.কে.এম মনিরুজ্জামান একজন ব্যবসায়ী।
আপনার মন্তব্য লিখুন