যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে মাস্ক বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ , ২৫ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগেকরোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসেবে যুব রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে চিকিৎসক ও নার্সদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। গতকাল ২৪ মার্চ বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের কাছে মাস্ক,হ্যান্ড গ্লবাস ও করোনা প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসেবে তৈরি করা লিফলেট প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান -১ সাহিদুল ইসলাম অপু, উপ যুব প্রধান – ২ প্রসন্ন দাস, প্রশিক্ষক ও জনসংযোগ পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল, প্রশিক্ষণ বিভাগের প্রধান তানভীর রশিদ প্রমুখ।
পরে সদর হসপিটাল প্রাঙ্গন, রেল স্টেশনের আশেপাশের বিভিন্ন সড়কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আপনার মন্তব্য লিখুন