রাইয়ানের চীন গমন
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 years আগেকসবা সংবাদদাতা: আলোহা ইন্টারন্যাশনাল মেন্টাল এরিথমেটিক কম্পিটিশনে অংশ গ্রহণের জন্য চীনের গোয়াঞ্জোতে শুক্রবার পৌঁচেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফের মরহুম পীরে কামেল আল্লামা হযরত মাওলানা গোলাম হাক্কানী (র.) এর দৌহিত্র, মোহাম্মদ গোলাম খাবীর সাঈদীর পুত্র রাইয়ান সাঈদী। সে বাংলাদেশের বাছাই পর্বে যোগ্যতা অর্জন করে আজ শনিবার গোয়াঞ্জো শহরে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। সে তার পিতা আড়াইবাড়ী গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ গোলাম খাবীর সাঈদীর সাথে চীনে অবস্থান করছে। সে সকলের দোয়া কামনা করেছে।
আপনার মন্তব্য লিখুন