নতুন মাত্রা পত্রিকার অনলাইন ভার্সন (পরীক্ষামূলক সম্প্রচার)

 ঢাকা      বৃহস্পতিবার ৮ই জুন, ২০২৩ ইং | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

লায়ন ফিরোজুর রহমান ওলিওর উদ্যোগে প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য লায়ন ফিরোজুর রহমান ওলিওর উদ্যোগে গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শেখ ওমর ফারুক, সাংবাদিক আল আমীন শাহীন।
সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাথে আমার নিবিঢ় বন্ধন দীর্ঘদিনের। এ ক্লাবের সকল সদস্যকে আপন ভাবি। প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রয়াত রিয়াজউদ্দিন জামির সাথে আমার সুন্দর সম্পর্ক ছিল। সাংবাদিকদের কল্যানে ক্লাবের উন্নয়নে নানা অবদান রেখে গেছেন।উনার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত , আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং উনার রুহের মাগফেরাত কামনা করি। তিনি সাংবাদিকদের প্রশ্নের এক জাবাবে বলেন, আমি নিজেকে মানুষের সেবায় নিবেদিত রাখতে চাই। যতদিন বাঁচবো সেবা কাজেই থাকবো। তিনি বলেন , জনপ্রতিনিধি হিসেবে তৃণমূলে কাজ করেছি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। তবে দল মূল্যায়ন করলে এবং মনোয়ন দিলে সংসদ সদস্য পদে নির্বাচনের আশা আমার রয়েছে। তবে সেটা নির্ভর করবে দলের সিদ্ধান্তের উপর। তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে সব সময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

জুন ২০২৩
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« মে    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
আরও পড়ুন
অনুবাদ করুন »