শাকির ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ সমাপনী সনদ বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
জামিল আক্কাছ : ব্রাহ্মণবাড়িয়ার শাকির ট্রেনিং সেন্টারের ৫০ তম প্রশিক্ষণ সমাপনী শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কাউতুলীস্থ একটি রেস্টুরেন্টে এ সনদ বিতরণী অনুষ্ঠানে হাফেজ মাওলানা শফিক আজিজীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শাকির ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক ও প্রশিক্ষক এইচ এম শাকির আলম । প্রশিক্ষন বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষক জামিল আক্কাস মোহাম্মদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আল আমীন শাহীন, এডভোকেট সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুবাই প্রবাসী দেওয়ান আবদুল হান্নান, হাফেজ মাওলানা ইউসুফ উবাইদী প্রমুখ। বক্তারা বলেন, শাকির ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ চালক সৃষ্টিতে উন্নত প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণার্থীদের অনেকেই বিদেশী গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে ভ’মিকা রাখছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয়তা অনেক এক্ষেত্রে এ প্রশিক্ষণ সহায়ক হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে ১৪ জন প্রশিক্ষণার্থীকে অভিনন্দন জানিয়ে সনদ দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন