শারদীয় দূর্গোৎসব এর প্রস্তুতি চলছে
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ , ১৯ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেদীপ্ত ঘোষঃ শারদীয় দূর্গোৎসব এর প্রস্তুতি চলছে সব মন্ডপে। প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন। এবার দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা অন্যান্য বারের মতো নয়। করোনা মহামারীর কারনে আনুষ্ঠানিকতায় বিভিন্ন নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। মন্ডপগুলোতে দর্শনার্থীদের ভীর নিয়ন্ত্রনে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এদিকে নিরাপত্তা মূলক ব্যাবস্থা নিয়ে পূজা উদযাপন পরিষদ এবং নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসন ও জেলা পুলিশের সভা হয়েছে।শান্তিপূর্ণভাবে স্বাস্থ্য সচেতনতায় এবং যথাযথ নিরাপত্তায় দূর্গোৎসব পালনের পরামর্শ হয়েছে।
এদিকে পূজো উপলক্ষে তৈরী কাপড় সহ কেনাকাটার বাজারে ভীর হচ্ছে। এবার পূজো উপলক্ষে পূজোর বিভিন্ন লোগো সম্বলিত বিভিন্ন পোষাক কাপড়ের দোকান গুলোতে এসেছে। তবে এবার অনলাইনে কেনাকাটা হচ্ছে তুলনামূলক ভাবে বেশি। স্থানীয় ফ্যাশন হাউসগুলোতে নিত্ত্য-নতুন ডিজাইন এসেছে।
পোষাকের ফ্যাশন হাউজ “মাছরাঙ্গার” ডিজাইনার জনি মল্লিক জানান, এবার পূজোতে দূর্গা মায়ের লোগো সহ প্যাকেজ পোষাক এসেছে। এগুলো বিক্রি হচ্ছে তুলনামূলক ভাবে বেশী। এছাড়া এবার এসেছে পূজোর লোগো সম্বলিত মাস্ক। ভিন্ন মানের এই মাক্সের চাহিদাও বাড়ছে অন্যান্য বারের চেয়ে এবার দোকানের ক্রেতার সংখ্যা কম। তবে অনলাইনে আমরা অর্ডার পাচ্ছি, বিক্রিও ভালো হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন