শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার-ফরহাদ হোসেন সংগ্রাম এমপি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আকতার হোসেন ভুইয়া ॥ সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন,শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার,এই সরকার মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ,মেয়েদেরকে উপবৃত্তি প্রদানসহ শিক্ষাক্ষেত্রে যে সুযোগ-সুবিধা দিয়েছেন তাতে দেশে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আজহারুল হকের সভাপতিত্বে¡ প্রফেসর ড.সফিকুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,প্রধান শিক্ষক হাবিবুর রহমান,সিনিয়র শিক্ষক মলাই মিয়া,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কাসেম,অভিভাবক প্রভাষক হুমায়ুন কবির ও শিক্ষার্থী শান্তা সরকার বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন