শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০১৯, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সংবাদদাতা :ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে শুক্রবার সকালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে শহরের প্রধান মন্দির আনন্দময়ী কালীবাড়ী থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনন্দময়ী কালীবাড়ীতে এসে শেষ হয়।র্যালিতে রঙ-বে-রঙের পোষাক পড়ে সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র্যালিতে অংশ গ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়া কালভৈরব মন্দিরের প্রধান পুরোহিত নারায়ন চক্রবর্তী ও ইস্কন ভক্তিবৃক্ষ নাম হট্টের সভাপতি প্রবীর দাস জানান, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে জন্ম গ্রহণ করেন। তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন সহ সকলের মঙ্গল কামনা করার জন্যেই এই ধরাধামে অবতার রূপে অবতীর্ন হয়ে ছিলেন। এ ব্যাপারে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সোমেষ রঞ্জন রায় বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করেছি। তিনি শান্তিপূর্ন পরিবেশে র্যালিসহ উৎসব পালন করতে পারায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।
আপনার মন্তব্য লিখুন