সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মশালা শুরু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ , ৬ জুলাই ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
আত্মনির্ভরশীলতার জন্য কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই
————— ইউএনও পংকজ বড়ুয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া বলেছেন, প্রত্যেক মানুষের আত্মনির্ভরশীলতার জন্য কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি বলেন বর্তমানে আমরা এক ক্রান্তিকাল অতিবাহিত করছি। এ সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সংকট মোকাবেলায় নিরলসভাবে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছেন। বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ এরম মাধ্যমে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বর্তমান সরকার প্রসংশনীয় ভূমিকা রাখছে। তিনি বলেন নারী উন্নয়নের ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপে নারী নেতৃত্বের আত্মনির্র্ভরশীলতায় উদ্ভাস বিকাশ ঘটেছে। প্রান্তিক জনগোষ্টীর জীবন মান উন্নয়নে বিশেষ করে নারীদের সাবলম্বীতার জন্য সরকার কাজ করে যাচ্ছে। তিনি কর্মমুখী প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্ত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের আহবান জানান।
৬ জুলাই সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম এর উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান কার্যালয়ে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম এর সভাপতি শামীমা আক্তার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারী মাহমুদা আক্তার, অন্যান্যের মধ্যে ছিলেন ফোরামের সহ সভাপতি মুফতিন খানম, প্রশিক্ষণ সমন্বয়কারী তাহমিনা আক্তার মনি, প্রশিক্ষণ উপকমিটির সদস্য সচিব নীপা দত্ত, প্রশিক্ষক মোবারক হোসেন, মৌসুমী মুনির প্রমুখ।
——– প্রেস বিজ্ঞপ্তি
আপনার মন্তব্য লিখুন