সরাইলে ইকরাম হত্যা মামলার চার আসামিকে রিমান্ডে এনেছে পুলিশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ২৪ আগস্ট ২০১৯, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আরিফুল ইসলাম সুমন।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজছাত্র ইকরাম হত্যা মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে এনেছে পুলিশ।শনিবার বিকেলে তাদেরকে জেলা কারাগার থেকে সরাইল থানায় আনা হয়েছে। তারা হলেন, উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. নাজিম উদ্দিন, স্থানীয় স্কুল শিক্ষিকা মোছা. নাজমা বেগম, মো. শিমুল ও তার ছোট ভাই সোহাগ। এরআগে আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করলে আদালত নাজিম উদ্দিনকে দুই দিন ও নাজমা, শিমুল ও সোহাগ প্রত্যেককে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।সন্ধ্যায় সরাইল থানায় যোগাযোগ করা হলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গৌতম চন্দ্র দে এ প্রতিবেদককে বলেন, চার আসামিকে আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। পুলিশ এ মামলাটি গুরুত্ব সহকারে দেখছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবীপাড়ায় খালাত বোন লাভলী বেগমের বাড়ির একটি ঘরের খাটের নীচ থেকে কলেজছাত্র ইকরামের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার সহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথমবর্ষের ছাত্র।
আপনার মন্তব্য লিখুন