সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ , ৭ আগস্ট ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
প্রতিবেদক:সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন এর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমুলক মামলা অবশেষে বাদী রায়হান সরকার প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার এ মামলার বাদী মাননীয় আদালতে উপস্থিত হয়ে আইনজীবির সহায়তায় মামলাটি প্রত্যাহার করে নেন।
এদিকে মঙ্গলবার রাত ৯টার দিকে রায়হান সরকার তার লোকজন নিয়ে উপজেলা সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আসেন। এসময় সাংবাদিক সুমন সহ রিপোর্টার্স ইউনিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে সরাইল উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু’র নেতৃত্বে বিষয়টি নিস্পত্তি করা হয়। এসময় সরকার দলীয় বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি’র সুযোগে একটি কুচক্রী মহলের ইন্দনে গত ৩১ জুলাই রায়হান সরকার বাদী হয়ে আদালতে সাংবাদিক সুমনের বিরুদ্ধে এ মামলাটি করেছিলেন বলে প্রকাশ পায়। রায়হান সরকারের বিরুদ্ধে সাংবাদিক সুমনের অভিযোগও প্রত্যাহার করে নেওয়া হয়। এই বিষয়ে দুইপক্ষই শান্তিপৃর্ণ অবস্থানে থাকতে পরামর্শ দেওয়া হয়।
এই ষড়যন্ত্রমুলক মামলার ব্যাপারে যারা নানাভাবে রিপোর্টার্স ইউনিটির সদস্যদের পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আবারো কৃতজ্ঞতা জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
আপনার মন্তব্য লিখুন