সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্তে প্রতিবন্ধী লায়লার মুখে হাসির ঝিলিক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
নুসরাত জেরিন : পিতৃস্নেহহীন প্রতিবন্ধী শিশুর মুখে হাসি ফুটালেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবন্ধী শিশুটির নাম লায়লা। সে জন্ম থেকেই স্বাভাবিক শিশুদের মতো হাটতে চলতে পারে না। শারীরিক প্রতিবন্ধকতার মাঝে দারিদ্র্য দুর্দশায় জীবন যাত্রা পথে তার বাবাও তাদের পাশে নেই পরিবার থেকে সে বিচ্ছিন্ন। জীবন যুদ্ধে লায়লার মা অতিকষ্টে দিনযাপন করে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্মাবলম্বী শারিরীক প্রতিবন্ধী ১২ বছরের এই লায়লার মুখে হাসি ফুটালো সনাতন ধর্মাবলম্বী কানাই সাহা। শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমীর দিনে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ কালিবাড়ি পুজাামন্ডপে লায়লাকে প্রদান করা হয় একটি হুইল চেয়ার।চেয়ার প্রদান উপলক্ষে এই আয়োজনে দক্ষিণ কালিবাড়ি পূজা কমিটির সভাপতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন নতুন মাত্রার সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন। প্রতিবন্ধী বান্ধব ব্যক্তিত্ব শ্যামল সাহার ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে ছিলেন দক্ষিণ কালী বাড়ি পূজা কমিটির সাধারণ সম্পাদক রাকেশ বণিক, প্রশান্ত চক্রবর্তী,সাংস্কৃতিক সংগঠক বিশ্বনাথ সাহা, কানাই সাহা প্রমুখ। অন্যদিকে অনাবিল আনন্দে আত্মহারা লায়লার মা। তিনি জানান,তাদের বাড়ি সরাইল উপজেলার চুন্টা গ্রামে। লায়লার পিতা তাদের ফেলে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন শহরের ভাদুঘর এলাকায় প্রতিবন্ধী মেয়েকে নিয়ে অতি কষ্টে দিনযাপন করছেন।পূজা উপলক্ষে এমন সহায়তায় হাত বাড়িয়ে দিবে কেউ তা কখনোই ভাবেন নি। তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন এবং সংশ্লিষ্ট সকলকের জন্য দোয়া প্রার্থনা করেন। হুইল চেয়ার পেয়ে লায়লার মুখে খুশির বাঁধা ভাঙ্গা জোয়ার। সম্প্রীতি বন্ধনে মানবতার জয়গানে মহামিলন ঘটেছে দক্ষিণ কারীবাড়ির পূজা মন্ডপে ।
আপনার মন্তব্য লিখুন