সারোয়ার মাহিনের একক সংগীত সন্ধ্যা ও “তিতাস নদীর পাড়ে” গানটির ভিডিও রিলিজ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , ১০ ডিসেম্বর ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সাংস্কৃতিক প্রতিবেদক : সুর ও সঙ্গীতের পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী সারোয়ার মাহিনের একক সংগীত সন্ধ্যা এবং কবি ও গীতিকার ড. এস এম শাহনূরের লেখা “তিতাস নদীর পাড়ে” গানটির আনুষ্ঠানিক ভিডিও রিলিজ অনুষ্ঠিত হয়।
৮ ডিসেম্বর (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে সাতজন উদীয়মান গীতিকবির লেখা গানের সুর মূর্চ্ছনায় আন্দোলিত হয় উপস্থিত দর্শক শ্রোতার মন। এ সময় পর্যায়ক্রমে শিল্পীর পাশে বসে গীতিকারগণ তাঁদের গান উপভোগ করেন। তাঁরা হলেন মুহাম্মদ মোমিন মিয়া, ইলিয়াস আহমেদ, আলমগীর হোসেন, মুক্তা পারভীন, সৈয়দ তৌফিক কামাল, এম. এইচ রশিদ ও রুনা লায়লা। সময়টিতে সঙ্গীতের ভালোলাগা ছুঁয়ে গেছে উপস্থিত স্রোতার হৃদয় নদী।
অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত দর্শক শ্রোতামন্ডলি ওনাদের মোবাইল ফোনে Saroar Mahin Official নামে ইউটিউব চ্যানেল থেকে “তিতাস নদীর পাড়ে” শিরোনামে গানটি শেয়ার করেন। এর মাধ্যমে এস এম শাহনূরের কথা ও সুর করা ফোক সংগীতটির আনুষ্ঠানিক রিলিজ করা হয়। গানটির ভিডিও ভাবনায়- আল আমীন শাহীন এবং মডেল হয়েছে নুসরাত জাহান জেরিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, বিশেষ অতিথি কবি ও ছড়াকার আতিক হেলাল, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মোমতাজ রহমান, প্রফেসর একে আজাদ, তিতাস কন্যা অরুণা বেগমসহ আরো অনেক। এ সময় সকল গীতিকার ও কণ্ঠ শিল্পী সারোয়ার মাহিনের হাতে সম্মাননা/ পুরস্কার তুলে দেওয়া হয়।
মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য এ সংগীত সন্ধ্যার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি ও সংগঠক মোঃ সোহাগ।
আপনার মন্তব্য লিখুন