সীমান্ত কল্যাণ সমিতির উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগেমোহাম্মদ মানিক মিয়া ঃ সীমান্ত কল্যাণ সমিতি সীপকস উপ শাখার কুমিল্লা সেক্টরের ব্যবস্থপানায় দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরস্থ ৬০ বিজিবি ও কুমিল্লার ১০ বিজিবি ব্যাটালিয়ন এর যৌথ সহযোগিতায় ২শত ৫০ টি হত দরিদ্র পরিবারের মাঝে ৮ শ কম্বল বিতরণ করা হয়। কুমিল্লার বড়জ্বালা বিওপির এলাকার কোটেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকস (সেক্টর) কুমিল্লা এর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া ইসলাম, ভারপ্রাপ্ত সমন্বয়কারি অফিসার সহকারি পরিচালক মো. শামীম পারভেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া ২৬ নভেম্বর কালীবাজার ও ২৭ নভেম্বর বিবির বাজার এলকায় এমন কর্মসূচী হয়েছে।
আপনার মন্তব্য লিখুন