সুধীর—শাহ্ মোহাম্মদ মাহবুব মুর্শেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
আমার নন্দন অ সুরে কান্দন আসে
দিবে যদি উজাড় করে দাও!
দিবে দিবে দেখাও বাও দিতে কেন এত ব্যাথা পাও!
সোনা বন্ধুয়ারে ভালোবাসা দুটি মনের বন্ধনের আবদ্ধ নন্দন!
কোথায় খুঁজে বেড়াও যেখানে বধির
ঐ খানে হাত দাও যেখানে আছে সুধীর!
সেখানে থাকে স্মৃতি প্রেম হৃদয় ভালবাসার উদয়!
দিবে যদি উজাড় করে দাও
শেষ প্রান্ত হবে শুধু যে তোমার!
পাথর গলে বরফ জলে দেখ ভালবাসা কত জাদুতে ভরে!
জুনায়েদ রে হায়, আমার আসবে বলে শ্যাম কালিয়া নাই দিল দেখা!
সামনে তাহার বান্ধব জ্বলন্ত ডাকাত
পেছন বান্ধবী দুরন্ত নাগিনী!
শাহ্ মাহবুব কই তুমি যদি রাজি থাক সই
বিছাইয়া হৃদয় কাছে টেনে নিবো!
বন্ধুর বাড়ি আমার বাড়িরে মধ্যে ফুলের বাগান!
মধু নিতে কত ভ্রমর করে সমাগম
পান বানাইয়া দিত সখি পিরিতের বাজার!
আমার নন্দন অ সুরে কান্দন আসে
দিবে যদি উজাড় করে দাও!
আপনার মন্তব্য লিখুন