সেচ্ছাসেবক দিবসে সেবাপ্রদান কারীদের কৃতজ্ঞতা জানিয়েছে ভিবিডি ব্রাহ্মণবাড়িয়া
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ৫ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সংবাদদাতা : আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে ব্যাপক কর্ম দিবস পালিত হয়েছে। এ কর্মসূচীতে ভলান্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা এবং ২৪ ঘন্টা সেবা প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। স্বেচ্ছাসেবীরা শুরুতেই বিপদকালীন সময়ে সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে যায়। সেখানে তারা প্রয়োজনীয় মূহুর্তে বিশেষ অবদানের জন্য উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম সহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তারা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ও উক্ত সময়ে সকল ডিউটিরত পুলিশদের ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানায়। তারপর ভলান্টিয়াররা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে যান এবং ২৪ ঘন্টা জনগনের কল্যানে নিবেদিত সম্মানিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রেস ক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামকে ফুল দিয়ে ধন্যবাদ জানান। সেই সময়ে অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেবা কাজে উৎসাহ এবং সংস্কৃতিসেবায় অবদানের জন্য ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল-আমীন শাহীনের কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।উক্ত কর্মসূচীতে ভলান্টিয়াররা শ্রমজীবী মেহনতি রিক্সা চালক, ভ্যান চালকদের মাঝে মাক্স প্রদান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচারণা চালায়।
আপনার মন্তব্য লিখুন