“স্বপ্নের যাত্রা” মানব কল্যাণ সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ , ২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেসায়মন ওবায়েদ শাকিল : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শতবর্ষের প্রাচীন ঐতিহবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের যাত্রা মানব কল্যাণ সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়। ২৭ জানুয়ারি সোমবার সারাদিন ব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ১০.৩০ ঘটিকায় কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠান চলতে থাকে। বিকাল ৩ ঘটিকায় শুরু হয় মঞ্চ অনুষ্ঠান। অতিথি বৃন্দের আসন গ্রহণ শেষ হলে সংগঠনের সদস্যরা বরণমালা পড়িয়ে অতিথি বরণ করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। কবিতা আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধক গান, লোকগীতি, লালনগীতি, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি দিয়ে পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। মাঝে মাঝে অতিথি বৃন্দের বক্তৃতা ও সংগঠনের কার্যক্রম বর্ননা করা হয়। সব মিলিয়ে বর্নিল এক অনুষ্ঠান মালায় সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠানটি।
পরে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা গ্রহণ করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ এর সভাপতি আল- আমীন শাহীন। এরপর মেধাবী শিক্ষার্থী ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুস্কার বিতরণ করা হয়।
ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ এর সভাপতিত্বে “স্বপ্নের যাত্রা ” মানবকল্যাণ সংগঠন এর সভাপতি সায়মন ওবায়েদ শাকিল এর উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ইব্রাহীম খান সাদাত, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক ও সাংবাদিক প্রদীপ কুমার দেবনাথ, পূজা পরিচালনা কমিটির সভাপতি হরিপদ পোদ্দার, নাসিরনগর ৮ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান,নাসিরনগর উপজেলা ছাত্র কল্যাণ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পনি চৌধুরী। সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন জাবির আহমেদ, সুমন আহমেদ। এ সময় সংগঠন এর, সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ গোপ, দিলিপ দাস, মুনতাসির আহমেদ আরজান, রুবেল ভূইয়া, উজ্জল আহমেদ, তাহমিদ আলম অর্ণব, রিয়াজ রিমন, একরাম আহমেদ, শাকিল মিয়া, মামুন, ফয়সাল, নাইমুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন