অংকুর অন্বেষা বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
সায়মন ওবায়েদ শাকিল : অংকুর অন্বেষা বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৩ জুলাই মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া র্শিপকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও আ ম উবায়দুল মোকতাদিও চৌধুরী এমপি,বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মঞ্জুয়ারা বেগম। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুস্ঠান পরিবেশিত হয়। প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আপনার মন্তব্য লিখুন