অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ ব্যাচের সুবর্ণজয়ন্তীতে পুনর্মিলনীর লক্ষে সভা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , ১১ জানুয়ারি ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
আল আমীন শাহীন : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ এসএসসি ব্যাচের সুবর্ণজয়ন্তী পুনর্মিলনী আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ১১ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেষ্টুরেন্টে উক্ত সভায় আগামী ১৩ মার্চ শুক্রবার অন্নদা সরকারী উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ১৯৭০ সালের এসএসসি ব্যাচের সকলকে এ আয়োজনে অংশগ্রহণের জন্য আগামী ৩১ জানুয়ারীর মধ্যে রেজিস্ট্রেশন করার আহবান জানান হয়েছে। পুনর্মিলনী বাস্তবায়নের লক্ষে বিশিষ্ট চিকিৎসক ডাঃ মেজবাহউদ্দিন চৌধুরীকে আহবায়ক এবং বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। সভায় আয়োজনের প্রস্তাবক হিসেবে বক্তব্য রাখেন অন্নদা ১৯৭০ ব্যাচের ছাত্র ওসমান হায়দার বাবর। বক্তব্য রাখেন কবি জয়দুল হোসেন, গৌরাঙ্গ দেব, মোসাদ্দেক আহমেদ বাবুল,মোঃ হাজারী মোল্লা, বীর মক্তিযোদ্ধা শওকত আমীন, হাছান মোঃ হেফজু তালুকদার,অভিজিৎ দেব,সামসুল হক শওকত, মোঃ মোস্তফা.মোঃ হাবিবুর রহমান,মোঃ আশরাফুল আলম, মোঃ শাহাজাহান মিয়া, মোঃ এনামুল হক, হাজী মোঃ সেলিম,মোঃ ইকবাল খন্দকার, মোঃ হুমায়ূন কবীর প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন