আধাঁর শেষে আলো, প্রত্যাশা স্বপ্নের বাংলাদেশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
আল আমীন শাহীন ॥ বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য গড়ে তোলার স্বপ্ন চোখে মুখে। আজ যা আছে তার চেয়ে সুন্দর স্বাচ্ছন্দ্যের,সার্বজনীন করার দৃঢ় প্রত্যয়। যা ছিলো কালো, সেখানে আলো ছড়ানোর উৎসাহ উদ্দীপনা। বৈষম্যহীন দেশ সমাজ মানুষ সৃষ্টিতে সংস্কারের নেশা। ২০২৪ এর জুলাই থেকে আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের পর স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। অভূতপূর্ব প্রাণ চাঞ্চল্য নতুন কিছু হবে এই আশা এখন সকলের মাঝে।
নতুন প্রজন্মের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেনী পেশার মানুষ কৃষক শ্রমিক মেহনতি জনতা একই মিছিলে।
বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশীদের জাগরণ সবসময়। এই জাগরণের দীপালোক নতুনভাবে ছাড়িয়েছে ২০২৪ এর জুলাই থেকে আগষ্টে। হাজার হাজার নানা বয়সী মানুষের ঝড়ে যাওয়া প্রাণ, রক্ত, ত্যাগ তীতিক্ষার অর্জিত অধিকার আদায়ের আলোকময় সময় বাংলাদেশের প্রেক্ষাপটে নব অধ্যায়ের সূচনা করেছে। স্বাধিকার, মুক্তবাক, আর সামনে এগিয়ে যাওয়ার সাহসের দোলায় হবে স্বপ্ন পূরণ এই প্রত্যাশা লক্ষ্য করা গেছে। নবচেতনায় উদ্দীপ্ত আশায় কচি হাতে উঠেছে রঙ্গিন বাংলাদেশ গড়ার আগ্রহ। দেয়ালে দেয়ালে অঙ্কিত মনের কথা, স্বপ্নের ছবি গুলো বদলে যাওয়ার- বদলে দেয়ার এক অনন্য দৃষ্টান্ত। দেশ প্রেমে সামাজিকতা মানবিকতায় চলায় বলায় গলায় প্রগতির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার উন্মেষে নব জাগরণ এখন দেশ গড়ার।
রক্ত¯œাত এক নতুন সূর্যোদয়ে আভা নিয়ে নতুন প্রজন্মের দেশ প্রেমে দেশ গড়তে রাজপথ ছাড়েনি। অবিন্যস্ত একটি প্রেক্ষাপট সাজাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে সবাই । পথে পথে দেখা গেছে কিশোর যুবা তরুণদের সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বিভিন্ন ধ্বংসস্ত’পের চিহ্ন মুছে দিতে এক যোগে কাজ করেছে তারা। দেশবাসী স্বাগত জানিয়েছে তাদের। নতুন সময়ে ভয়াবহ বন্যার দূর্যোগে ছাত্র জনতা একযোগে কাজ করেছে দূর্যোগ মোকাবেলায়। সারা বিশ্ব দেখেছে মানবিকতার এক নতুন ঐক্যবদ্ধতা । এই সবই আশার আলো। এক নবধারায় বাংলাদেশের নব অধ্যায়কে স্বাগত জানিয়েছে দেশের আপামর জণগণ এবং বিশ্ববাসী। সকলেরই প্রত্যাশা নতুন কিছুর। বৈষম্যহীন উন্নত স্বপ্ন্রে বাংলাদেশ হবে এই প্রত্যাশাই এখন সকলের।
আপনার মন্তব্য লিখুন