আমাদের নবীনগর–আবু কাউছার সরকার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ , ২০ নভেম্বর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই
আছে নবীনগর,
যেথায় মিলে প্রতিনিয়ত
—————–নব নিত্য খবর।
তিতাস মেঘনা বেষ্টিত সে
ফল ফসলে সেরা,
নৌকা-লঞ্চের জলকেলিতে
————–সদা’ই আত্মহারা।
মায়ের মত জেলা সদর
ন’টি সন্তান যার,
নবীনগর উপজেলাটি
—————-পরম প্রিয় তার।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খানি
নবীনগর ছাড়া,
নিজেকে সদা অচল ভাবে
————–যেন সন্তান হারা।
স্কুল কলেজ মাদ্রাসা আর
বাজার প্রতিষ্ঠান,
শিক্ষা সেবা আর ধর্মে কর্মে
—————সকলের সন্মান।
প্রতি সপ্তাহে দু’দিন বসে
উপজেলায় হাট,
জলে স্থলে মিলন ঘটায়
—————ব্যস্ত নৌকা ঘাট।
উপজেলার একুশ খানি
ইউনিয়ন প্রাণ,
বৃহস্পতি আর রবিবারে
—————হৃদয়ে দেয় টান।
খ্যাতিমান আর জ্ঞানী-গুণী
বিশেষ ব্যক্তিবর্গ,
তাদের গুণে উপজেলাটি
—————-ধরার বুকে স্বর্গ।
সংস্কৃতি ও শিক্ষা দীক্ষায়
নবীনগর থানা,
দেশ বিদেশে যারা থাকেন
————সকলের তা জানা।
নবীনগরে জন্ম যাদের
সন্তান বাংলার,
সুখে দুখে স্বীকার করছি
——————রবের উপহার।
আপনার মন্তব্য লিখুন