আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ , ২৪ জুলাই ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেপ্রতিবেদক : ব্রাহ্মণবািড়য়ার আশুগঞ্জে ১১ দফা দাবিতে মঙ্গলবার রাত থেকে নৌযান শ্রমিকদের অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পণ্যবাহী দেড় শতাধিক কার্গো নৌবন্দরে আটকা পড়েছে। বন্ধ রয়েছে সবপ্রকার কার্যক্রম।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ,কে, এম হাবিবুল্লাহ বাহার জানান, নৌযান শ্রমিকরা ন্যূনতম মজুরি ২০ হাজার, খোরাকি ভাতা, অযথা শ্রমিক ছাঁটাই বন্ধ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেছে। ন্যায দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মবিরতিতে লঞ্চ, বাল্কহেড, তেলবাহী ট্যাংকার, বালুবাহী নৌকা, লাইটার জাহাজসহ সবপ্রকার নৌযান শ্রমিকরা একাত্বতা প্রকাশ করেছে।
এর আগে ১৫ এপ্রিল ১৫ দফা দাবি আদায়ের দাবিতে নৌ ধর্মঘট ডাকা হয়। তখন ৪৫ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে সেই দাবি বাস্তবায়ন করা হয়নি।
আপনার মন্তব্য লিখুন